• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১০ হাজার পরিবারের খাদ্য সহায়তা দেবেন মোরশেদ আলম (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৮:৪১
১০ হাজার পরিবারের খাদ্য সহায়তা দিবেন মোরশেদ আলম
আলহাজ মোরশেদ আলম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর-২ এর সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের ব্যক্তিগত তহবিল থেকে সমাজের কর্মহীন খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

জেলার সেনবাগ-সোনাইমুড়ি আংশিক নিয়ে গঠিত নোয়াখালী-২ আসনের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান সংসদ সদস্যর স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, সয়াবিন তেল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে দলীয় নেতা-কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবেন বলে জানান তিনি।

প্রতিনিয়ত স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দরিদ্র পরিবারগুলোর খবর নিচ্ছেন স্থানীয় সাংসদ আলহাজ মোরশেদ আলম।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে নির্বাচিত করেছে : মোরশেদ আলম
X
Fresh