• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ক্ষুধার্তদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন হিলির ইউএনও

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১০:৫৬
খাদ্যসামগ্রী হিলি ইউএনও
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম ঘরে ঘরে গিয়ে পৌছে দিচ্ছেন খাদ্যসমগ্রী, ছবি: আরটিভি অনলাইন

প্রাণঘাতী করোনার আতঙ্কে মানুষ এখন ঘরবন্দি। চুলোই চড়ছে না ভাতের হাড়ি। বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন দিনে এনে দিনে খাওয়া হতদরিদ্র মানুষগুলো। এমন সময় অসহায় ও হতদরিদ্রদের মুখে খাবার তুলে দিতে রাতের আঁধারে হাজির হচ্ছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ইউএনও আব্দুর রাফিউল আলম। তিনি ঘরে ঘরে গিয়ে পৌছে দিচ্ছেন খাদ্যসমগ্রী।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম জানান, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ১০০ হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি করে মশুরের ডাল পৌছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবেলায় অপ্রয়োজনে কেউ যেন বাড়ির বাইরে বের না হয় সেজন্য হাকিমপুর উপজেলা প্রশাসন সর্বক্ষণ মাঠে কাজ করছে।

সবাইকে হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
X
Fresh