logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা আতঙ্কে হাসপাতাল রোগী শূন্য

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৮ মার্চ ২০২০, ১৫:২২
করোনা আতঙ্কে হাসপাতাল রোগী শূন্য
টাঙ্গাইলের ভূঞাপুরের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা আতঙ্কে রোগী শূন্য। ছবি: আরটিভি অনলাইন

করোনাভাইরাস আতঙ্কে হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ রোগীরা। ফলে টাঙ্গাইলের ভূঞাপুরের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন কোনও রোগী নেই। ফলে এখানকার কর্মকর্তারা দিনভর করোনা সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে এ উপজেলায়। এর প্রভাব জন সাধারণের মাঝেও পড়েছে। ফলে ভয় ও আতঙ্কে রোগীরাও চিকিৎসা নেয়ার জন্য কম আসছে। যারা ভর্তি ছিল তারাও বাড়িতে চলে গেছে। গত মঙ্গলবার সকাল থেকে রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করায় এখন হাসপাতালটিতে কোনও রোগী নেই।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, করোনাভাইরাসের কারণে হাসপাতালে রোগী নিয়ে গেলেও তেমন চিকিৎসা মেলে না। রোগীর অবস্থা বেশি গুরুত্বর হলে ভর্তি করেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে হাসপাতালে রোগী কম আসছে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়