logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৪৯ জন, মোট মৃত্যু ৮১৮৯ জন, আক্রান্ত ৯৪৪১৭ জন: এএফপি। সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরো ১১০ আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন: সৌদি গেজেট। এই প্রথম কাতারে এক বাংলাদেশির মৃত্যু: কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ৫১ জন, সুস্থ ৬ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

করোনা: সরকারি নির্দেশ উপেক্ষা, তিন ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ২৩:৩৫
করোনা: সরকারি নির্দেশ উপেক্ষা, তিন ব্যবসায়ীকে জরিমানা
ময়মনসিংহ

করোনাভাইরাস মোকাবেলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

অর্থদণ্ডপ্রাপ্ত তিনি ব্যবসায়ী হলেন, মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান ও রফিকুল ইসলাম এবং পানের দোকানদার বাচ্চু মিয়া
। তাদের যথাক্রমে পাঁচ, তিন ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
এর আগে করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার ওষুধ, মুদি ও সবজির দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সকল মানুষকে নিজ গৃহে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কিন্তু পৌর শহরের কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মারফত চেয়ারম্যান কমপ্লেক্সে দোকান খোলা রাখার দায়ে দুই মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান মানিকে ৫ হাজার ও রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পান দোকানদার বাচ্চু মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫১ ১৯
বিশ্ব ৮২৩৭৪৯ ১৭৪১১৫ ৪০৭০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়