• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে হাসপাতালের আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ০৯:২১
খাগড়াছড়িতে হাসপাতালের আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর হাসপাতালে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয়েছে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা।

তিনি জানান, নিহত যুবকের বয়স ৩০ বছরের মতো। তিনি দিন মজুরি পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা। বুধবার সকালে শ্বাসকষ্ট, গলাব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, রোগীর সংস্পর্শে আসায় হাসপাতালের ২ জন চিকিৎসক, ২ জন নার্স ও একজন আয়াকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবেন।

মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh