• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস নিয়ে বিতর্কে নিহত  এক, আহত ১২ 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ১১:৩১
আহত সংঘর্ষ নিহত
ফাইল ছবি

রাজবাড়ী সদর উপজেলায় করোনা ভাইরাস নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। সেইসঙ্গে দুই পরিবারের ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে ভবদিয়া স্কুলের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাভলু। তিনি ভবদিয়া গ্রামের অখিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুনরায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ রয়েছে।

সদরের বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ না সফল এ বিষয়ে গেল দুই দিন ধরে নিহত লাভলু ও গাফ্ফার মিয়া পরিবারের মধ্যে বিতর্ক ও সংঘর্ষ চলছিল। এরই জেরে আজ শনিবার সকালে দু’পক্ষ পূর্ব প্রস্ততি নিয়ে ভবদিয়া স্কুলের পেছনে রাস্তার ওপর লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।এতে লাভলুসহ উভয়পক্ষের ১০-১২ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত লাভলুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ বিষয়ে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল গাড়ি, প্রাণে রক্ষা পেলেন ইউএনও
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
ব্রাজিলে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৯০, নিখোঁজ শতাধিক
দক্ষিণ আফ্রিকায় ভবনধসে নিহত ৬, নিখোঁজ ৪৮
X
Fresh