• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২০ মার্চ ২০২০, ১৫:২৬
করোনা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। একই সঙ্গে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করতে সরকার কাজ করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, দেশে কতজন আক্রান্ত হচ্ছে, কী ব্যবস্থা নেয়া হয়েছে প্রতিদিন আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। জনগণকে অনুরোধ করে মন্ত্রী বলেন, আগেও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছিলো। এখনো একই ধরনের আতঙ্ক তৈরি করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে তথ্যমন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের টেরিস্ট্রিয়াল সম্প্রচার নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামী ছয়মাসের মধ্যেই বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ চ্যানেল হিসেবে টেরিস্ট্রিয়াল সম্প্রচারে যাবে বলে জানান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিবাজদের পরিবর্তে গণতন্ত্রকামীদের ধরা হচ্ছে: সালাম
‘আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
মিছিল নিয়ে বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
X
Fresh