logo
  • ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২০, ১৪ চৈত্র ১৪২৬

করোনার কারণে শাহজালালের মাজারে আজান ১৫ মিনিট আগে

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২০ মার্চ ২০২০, ১০:০৫ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:১১
সিলেট নামাজ আজান
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মাজার কর্তৃপক্ষ।

নতুন এ নির্দেশনায় জামাতের নির্ধারিত সময়ের ১৫ মিনিট  আগে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে জানিয়ে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করে সকল সুন্নত নামাজ বাসায় গিয়ে পড়ার অনুরোধ করা হয়।

এছাড়া শুধু ফজর এবং জুম্মার আজান জামাতের ২০ মিনিট  আগে হবে বলে নির্দেশনায়  উল্লেখ করা হয়। বৃহস্পতিবার রাতে দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদের প্রধান পরিচালক (হিসাব শাখা) মুফতি মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন বিধিনিষেধ আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  হযরত শাহজালাল (রহ.) মসজিদে আগত মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মসজিদে প্রতি ওয়াক্তের জামাতের নির্ধারিত সময়ের ১৫ মিনিট  আগে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে। জামাত শেষে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়বেন। শুধু ফজর এবং জুম্মার আজান জামাতের ২০ মিনিট পূর্বে হবে।

জেবি

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়