• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে হোম কোয়ারেন্টিনে ৭২  জন

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১৫:৩০
নড়াইল করোনা বিদেশ
প্রতীকী ছবি

নড়াইলে বিদেশফেরত ব্যক্তিদের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। বৃহস্পতিবার সর্বশেষ জেলায় মোট ৭২ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

সিভিল সার্জন মো. আব্দুল মোমেন বলেন, প্রবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ জেলায় ৭২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদের মধ্যে সদরে ২১ জন , কালিয়ায় ৩৭ ও লোহাগড়ায় ১৪ জন। বিদেশ থেকে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং বিভিন্ন ব্যক্তিবর্গ এগিয়ে না আসলে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এই সমস্যা একা স্বাস্থ্য বিভাগের পক্ষে সামলানো সম্ভব নয় বলে মন্তব্য করেন।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য পর্যাপ্ত পোশাক এখনও আসেনি। আশা করা হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঢাকা থেকে এসে পৌঁছাবে। করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সদর হাসপাতালে ১০টি, কালিয়া উপজেলা হাসপাতালে পাঁচটি এবং লোহাগড়া হাসপাতালে পাঁচটি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া একটি মেডিকেল টিম, একটি র‌্যাপিড রেসপন্স টিম, তথ্য আদান-প্রদানের জন্য একটি কন্ট্রোল টিম গঠন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ, মরদেহ মিলল নদীতে
এবার বিদেশের মাটিতে ‘রাজকুমার’র দাপট
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
X
Fresh