• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে  বিদেশফেরত  সাতজন হোম কোয়ারেন্টিনে

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১২:১০
কোয়ারেন্টিন বিভিন্ন সাতজন
ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সাতজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে

গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ফেরত আসা মোট সাতজনকে হোম কোয়ারেন্টিনে রাখার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ

জানা যায়, জেলার দেবীগঞ্জ উপজেলায় চার, বোদায় দুই তেঁতুলিয়া উপজেলায় একজনসহ মোট সাতজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নিতারা সাতজন সিঙ্গাপুর সৌদি আরব থেকে কয়েক দিন আগে দেশে ফিরেছেন

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দেবীগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত চার ব্যক্তির খবর পাওয়া মাত্রই তাদের হাসাপাতালে নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা করা হয় তবে তাদের শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ না পাওয়ায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের ১৪ দিন পর্যন্ত ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের নজরদারিতে রাখা হবে বোদায় দুইজন তেঁতুলিয়া উপজেলায় একজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ভুটান বাংলাদেশের সকল প্রকার যাত্রী পারাপার বন্ধ থাকলেও পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি চালু থাকায় অবাধে চালকরা বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে

তবে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চারতলায় ১১ বেডের দুই রুমবিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট গঠনসহ পাঁচ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে

বিষয়ে জেলা সিভিল সার্জন ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে যাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তারা সবাই বিদেশফেরত তাদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি তবে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে আর করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৬৬ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন
কার রেসিং দেখতে গিয়ে প্রাণ হারালেন সাতজন দর্শক
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ
X
Fresh