logo
  • ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭

এই মুহূর্তে করোনার সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম : সিভিল সার্জন

  আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

|  ১৬ মার্চ ২০২০, ২০:৪০
এই মুহূর্তে করোনার সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম : সিভিল সার্জন
ফাইল ছবি
কারোনাভাইরাস ক্ষেত্রে বন্দর নগরী চট্টগ্রাম জেলা এই মুহূর্তে সর্বচ্চো ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া। 

আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ‌‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

শেখ ফজলে রাব্বী মিয়া বলেন, চট্টগ্রামে একটি বিমানবন্দর ও অপরটি সমুদ্র বন্দর। দুটি বন্দর দিয়েই করোনা  সংক্রমণের সম্ভাবনা রয়েছে।  

তিনি বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামে সাড়ে ৩শ’ বেড প্রস্তুত রাখা হয়েছে। 

এদিকে হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের তদারকি করা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে সম্ভব নয়, তাই প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতনতা বৃদ্ধিতে এক যোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের এই সিভিল সার্জন। 

এসময় তিনি চট্টগ্রাম সিটি নির্বাচনে জন সমাবেশ এড়িয়ে ডিজিটাল প্রচারণা করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামে করোনা আক্রান্ত এখনো কাউকে পাওয়া না গেলেও এ বিষয়ে সতর্ক আছেন বলেও জানান তিনি।

এসএস

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়