• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইজতেমায় অংশ নিতে আসা রোহিঙ্গা যুবক আটক

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৫ মার্চ ২০২০, ১০:০২
ইজতেমায় অংশ নিতে আসা রোহিঙ্গা যুবক আটক
আটক রোহিঙ্গা যুবক

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইজতেমায় অংশ নিতে আসা রোহিঙ্গা যুবককে আটক করেছে বোদা থানা পুলিশ।

জানা যায়, বুধবার (৪ মার্চ) বিকেলে ইজতেমা মাঠে অসংলগ্ন কথাবার্তা বলায় ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে ওই যুবক এনএসআই সদস্যদের কাছে স্বীকার করে বলে তিনি রোহিঙ্গা। পরে তাকে আটক করে বোদা থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

স্থানীয়রা জানায়, বোদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে শুরু হওয়া তাবলীগ জামায়াতের সাদ গ্রুপের তিন দিনব্যাপী ইজতেমা মাঠ থেকে মোস্তফা কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায় তার বাবার নাম কাশেমি। মায়ানমারের মংরায় বাড়ি ছিল তাদের। কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১২ তে থাকতো মোস্তফা কামাল। ক্যাম্প থেকে গত ৬ ফেব্রুয়ারি পালিয়ে তিনি উখিয়ার পাঁচজনের একটি তাবলিগ জামায়াতের সঙ্গে ঢাকায় আসেন। ঢাকা থেকে ২০ দলের একটি দলের সঙ্গে ১০ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আসেন তিনি। পরে পঞ্চগড়ের বিভিন্ন মসজিদে সাদপন্থী তাবলীগ জামায়াতের সঙ্গে ঘুরে বুধবার সকালে বোদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে তিন দিনব্যাপী ইজতেমায় যোগ দেয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh