• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ মার্চ ২০২০, ১৪:০১
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ

ভোলাসহ উপকূলীয় এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৩২০ কিলোমিটার এলাকাকে সরকার ইলিশ মাছের অভয়স্থল ঘোষণা করেছে। এই অভয়স্থলে ইলিশ মাছ দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে সরকার আজ রোববার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী থেকে সাগর মোহনার চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের হিজলা পর্যন্ত তেঁতুলিয়া নদীর ৩০ কিলোমিটার ও লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা হচ্ছে।

মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় জেলেরা নদী ছেড়ে জেলে পল্লীতে ফিরে আসে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নদীতে মাছ ধরায় দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ ও জেলা প্রশাসকের টিম অভিযান চালিয়ে জেলায় ২০ জেলেকে আটক করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক জেলেদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা
X
Fresh