• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনা আতঙ্কে একই বাড়ির ৮ জন হাসপাতালে

বরগুনা প্রতিনিধি, বরগুনা প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮
করোনা আতঙ্কে একই বাড়ির ৮ জন হাসপাতালে

করোনা আতঙ্ক নিয়ে বরগুনার পাথরঘাটায় হঠাৎ করে একই বাড়ির আটজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওই বাড়ির সদস্য মানিক (৩০) নামে একজনের মৃত্যু হয়।

পাথরঘাটা হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের একই বাড়ির আটজন অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যার দিকে হাসপাতালে আসেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা প্রত্যেকেই মৃত মানিকের স্বজন।

আবাসিক চিকিৎসক সাইদুল আরেফিন মজুমদার জানান, মানিক কয়েকবার বমি ও পায়খানা করে মারা গেছে।

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা হাসপাতালে এসেছেন তারা সবাই জ্বর, বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে এসেছে। গতকাল ওই বাড়ির সদস্য মানিক একই সিনটম নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কিছুক্ষণ পরে মারা গেছেন।

ডা. আবুল ফাত্তাহ জানান, একই বাড়ির আটজন অসুস্থ ও একজনের মৃত্যুর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না। পাথরঘাটা উপজেলা কমপ্লেক্সে এ সংক্রান্ত পরীক্ষা না থাকার কারণে তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।

রোগীর পারিবারের সঙ্গে আলাপ করে জানা যায়, তাদের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তারা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
মেয়াদোত্তীর্ণ স্যালাইন পান করে শিশুর মৃত্যু, মাসহ অসুস্থ ৩
বিয়েবাড়ির সেমাই খেয়ে শিশুসহ হাসপাতালে ৪২ জন
ফারুকীর পর এবার অসুস্থ মেয়ে ইলহাম, দোয়া চাইলেন তিশা
X
Fresh