• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে করোনা সন্দেহে চীন ফেরত শিক্ষার্থী  হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮
করোনা হবিগঞ্জ হাসপাতাল
ফাইল ছবি

চীন ফেরত এক শিক্ষার্থীকে করোনা সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রোববার রাতে শায়েস্তানগরের চীন ফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসক তাকে সন্দেহভাজন হিসেবে সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

ডা. মোস্তাফিজুর আরও জানান, সোমবার তার রক্তের সিম্পল নিয়ে ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে পরীক্ষা করে নিয়ে আসলে বিষয়টি পরিষ্কার হবে।

তিনি বলেন, আশাকরি করোনা আক্রান্ত কোনও রোগী এখনও বাংলাদেশে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানিয়েছেন সদর হাসপাতালে ভর্তিকৃত যুবক রায়হান চীন থেকে দেশে ফেরার পর ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে ১৫ দিনের চিকিৎসা ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত হাবিপ্রবি 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh