• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদক বিক্রি ও সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪
মাদক হোরোইন গ্রেপ্তার
মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার চার ব্যক্তি

মাদক বিক্রি ও সেবনের দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আমডালা গ্রামের মনির হোসেন (৪২), নারচি গ্রামের রাজিব দাস (২০), নালী গ্রামের নারায়ণ কুমার সরকার (৪৬) ও রাহেলা বেগম (৩৫)।

দুপুরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে পরিত্যক্ত ভবনে হেরোইন ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া উত্তর মহাদেবপুর নিবাসী রাহেলা বেগমকে নিজ বাড়ি থেকে হেরোইন বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানকালে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
বিচার বিভাগে হস্তক্ষেপ : প্রধান বিচারপতিকে ইমরানের চিঠি
রানা প্লাজা ট্র্যাজেডি: বিচার মেলেনি ১১ বছরেও
X
Fresh