• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পাখি ধরতে গিয়ে যমুনায় ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪
পাখি ধরতে গিয়ে যমুনায় ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার সোনাতলায় যমুনা নদীর পাড়ে পাখি ধরতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ শনিবার) সন্ধ্যার পর যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পুটু মোল্লার ছেলে রুহুল আমিন(১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শাকিল ও আমিন যমুনা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায় স্থানীয়রা দুজনের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
ভাসানটেকে বিস্ফোরণ: একে একে পরিবারের ৬ জনেরই মৃত্যু  
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
X
Fresh