• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর ইউনিয়নের সলিমপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশি কৃষক সোলাইমান মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম।

নিহত সোলইমান মোল্লা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানিয়েছেন তার পরিবার।

রফিকুল আলম জানান, গত চার ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের সঙ্গে চোরাকারবারীদের গুলিবিনিময়ে ভারতীয় তিনি চোরাকারবারী মারা যায়। সেখানে থাকা এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগলে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন বলে বিজিবিকে জানিয়েছিলেন। আর শুক্রবার গেল রাত সাড়ে ৮টার দিকে সোলাইমান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএসএফ।

নিহতের মরদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh