• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১
শীত তাপমাত্রা পঞ্চগড়
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা কমেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় কিছুটা গরম অনুভূত হয়।

ভোর হতে সকালে প্রচণ্ড শীতের সঙ্গে যোগ হয় ঠাণ্ডা হাওয়া। দেখা দেয় জনজীবনে দুর্ভোগ।

বুধবার ভোর থেকে কুয়াশা পড়ছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

আজ সকাল ছয়টায় তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে এবং দিনে খড়কুটো জ্বালিয়ে এখনও কিছু নিম্নআয়ের মানুষ শীত নিবারণের চেষ্টা চালায়।

উত্তরের হিমেল বাতাসে ঠাণ্ডার প্রকোপ বাড়ে সকাল এবং ভোর রাতে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বুধবার তাপমাত্রা সকাল ছয়টায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস ও সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আরও কিছুদিন থাকবে শীত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
কমছে রাজধানীর তাপমাত্রা
যেদিন থেকে বৃষ্টি বাড়বে
দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি 
X
Fresh