• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১২:২২
নিহত নারী ফেনী
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের ছেলে।

গতকাল সোমবার দিনগত রাত ১১টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সীর হাট ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তপুরা আক্তার (৩২)। তিনি পরশুরাম উপজেলা ইউএনও কার্যালয়ের একজন অফিস সহায়ক (পিয়ন) হিসেবে চাকরি করতেন।

নিহতের ভাই নুরুল আফসার আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাতে তপুরা তার ছেলে তৌহিদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে বসে মুন্সীরহাট থেকে ফুলগাজীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সীর হাট ফায়ার সার্ভিসের সামনে এলে বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন ফেনী ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপুরা আক্তারকে মৃত বলে জানান। আহত তৌহিদুল ইসলামের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহত তপুরা আক্তার ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর এলাকায় একটি ভাড়া বাসা থাকতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh