• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের ভুলতায় বেঙ্গল মোবাইল বাজারজাত শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২২ জানুয়ারি ২০২০, ২০:৪৪
নারায়ণগঞ্জ বেঙ্গল মোবাইল বাজারজাত শুরু

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ভুলতায় বেঙ্গল মোবাইল বাজারজাত শুরু করেছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কেক কেটে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল মোবাইলের পরিবেশক, ফাহিম টেলিকমের স্বত্ত্বাধিকারী মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের (বেঙ্গল মোবাইল) জিএম অপারেশন প্রকৌশলী নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে কেক কাটার পর অতিথিরা মোবাইল বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবাইল মার্কেটের পাইকারি ও খুচরা মোবাইল বিক্রেতারা।

অনুষ্ঠানে বেঙ্গল মোবাইলের জিএম নাহিদুল ইসলাম বলেন, মোবাইল ফোনগুলোর দুটি মডেলে দুইয়ের অধিক সিমকার্ড ব্যবহার করা যাবে এবং সব সিমকার্ড একই সাথে কার্যকর সম্ভব। সারা দেশেই সেটগুলো পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা খুব তাড়াতাড়ি দেশে নিজস্ব কারখানায় মোবাইফোন সেট উৎপাদন শুরু করব।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh