• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৪৩
নড়াইলে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ
অবৈধ ইটভাটা উচ্ছেদ করেন পরিবেশ অধিদপ্তর

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট তৈরি করায় নড়াইলের কালিয়ায় চারটি ভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- মেসার্স মা ব্রিকস, মেসার্স কে বি আই ব্রিকস, মেসার্স আর বি আই ব্রিকস ও সাহা ব্রিকস।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এবং নিষিদ্ধ ড্রাম চিমনী ব্যবহার করে ইট তৈরি করছিল ভাটাগুলো। তাই আইন অনুযায়ী অভিযুক্ত ইটভাটাগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন ও কাউন্সিলর শেখ ফসিয়ার রহমান প্রমুখ।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানিতে অ্যাসিড, কর্ণফুলীতে সুগার মিলের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ
ময়নাতদন্তে জানা গেল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যুর কারণ
স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলে ৭ ইটভাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
X
Fresh