• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ২১:৫৪
মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা
নিজ নিজ মায়ের পা ধুয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: আরটিভি অনলাইন

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো সন্তানরা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা। এছাড়াও সমাবেশে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখ সবুজ চত্বরে ৯০০ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধুয়ে মাকে সম্মান জানায়। এ সময় সব মায়েরা তার সন্তানের মাথায় হাত রেখে দোয়া করেন। ব্যতিক্রমী অনুষ্ঠানস্থলে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- অধ্যক্ষ নাসির উদ্দিন, শিক্ষক আব্দুল হামিদ, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমুখ।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
বরিশালে বাস-মাহিন্দ্রা শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, নিয়ম না মানলেই অ্যাকাউন্ট ব্যান
X
Fresh