• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৪:০৮
ঘটনা হামলা সাংবাদিক
সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে একজনকে সিরাজগঞ্জের যমুনার চর এলাকা ও হটু ওরফে ফরহাদকে ভূঞাপুরের পাথাইলকান্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোকাম ও হটু ওরফে ফরহাদ।

এ নিয়ে ঘটনার মূলহোতা ফজল মণ্ডলসহ মোট আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চল ও ভূঞাপুরের পাথরাইলকান্দি এলাকা থেকে সোকাম ও হটুকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

চলতি মাসের দুই তারিখে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ ছয়জন আহত হন। পরে এ ঘটনার মূলহোতা ফজল মণ্ডলকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে রাতেই মামলা করা হয়। এ পর্যন্ত আট আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজন জেল হাজতে ও একজন জামিনে রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh