• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মেঘনা নদী থেকে ১৫ জেটি উচ্ছেদ, তিন ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০২০, ১৯:১০
আশুগঞ্জের মেঘনা নদী থেকে ১৫ জেটি উচ্ছেদ, তিন ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবস্থিত ১৫টি অবৈধ জেটি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ’র উদ্যোগে আশুগঞ্জের ফেরিঘাট থেকে সাইলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও প্রশান্ত বৈদ্য।

এ সময় বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস বলেন, বিআইডব্লিউটিএ’র আবেদনে আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা জেটি উচ্ছেদ ও বালু দিয়ে ভরাট করা নদী দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি জেটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে যারা এই দখলের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি এই অভিযানও চলমান থাকবে।

বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আশুগঞ্জের মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে ওঠা জেটি ও বালু দিয়ে নদী তীর দখল করা অংশ উচ্ছেদ করা হচ্ছে। নদীর তীর সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh