Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

১২ ঘণ্টা পর মুক্ত হলেন সিকৃবির অবরুদ্ধ ভিসি

ভিসি অবরুদ্ধ সিলেট
ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার ও কর্মকর্তারা ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন।

গতকাল রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব আজ শুক্রবার অনুষ্ঠেয় কর্মকর্তা-কর্মচারী পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ প্রত্যাহার করে নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মী ও কর্মচারী পরিষদের নেতারা।

এর আগে নিয়োগ পরীক্ষায় অভ্যন্তরীণ প্রার্থীদের কার্ড প্রদানসহ পাঁচ দফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ কারণে বিকেল থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি প্রফেসর ড. মো. মতিউর রহমান হাওলাদার।

ছাত্রলীগের নেতারা জানান, শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় আপগ্রেডশন পদে নিয়োগে অভ্যন্তরীণ প্রার্থীদের অংশ গ্রহণের কার্ড দেওয়া হয়নি। এছাড়া দীর্ঘ দিন ধরে প্রমোশনও ঝুলে আছে।

এসব বিষয়ে সুরাহার দাবিতে সকাল থেকে তারা ভিসি ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিকেলে প্রশাসনিক ভবনে তালা দেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করেন তারা।

গেল বছর ১৮ জুন প্রকাশিত ৯৩ জন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ জানুয়ারি লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেবি

RTV Drama
RTVPLUS