• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০২০, ১৪:০৬
মৃত্যু মা ছেলে লাঠি
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে পৌরসভার শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম শুনীতি রানী (৫০)। তিনি ওই গ্রামের আশা ঘোষের স্ত্রী।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঘাতক ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সে মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে সুমন।

এতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন শুনীতি রানী। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। পরে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মাদকাসক্ত ছেলের আঘাতে মা জ্ঞান হারিয়ে ফেলেন। এমন খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই সুমন পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

আজ মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
X
Fresh