• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক সপ্তাহ পর রাজশাহীতে ঘুরছে পাটকলের চাকা

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১২:৪৯
পাটকল শ্রমিক রাজশাহী
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ পর ঘুরেছে রাজশাহী পাটকলের চাকা। শনিবার সকালে কারখানায় প্রবেশ করে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন শ্রমিকরা। শুক্রবার রাত ১০টা থেকে আংশিক এবং শনিবার সকাল ছয়টা থেকে পুরো মিল চালু করে তারা।

আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে-স্লিপ দেয়া হবে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী দস্তগীর। গেল বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিকে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিকরা আমরণ অনশনসহ অন্যসব আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন।

বৈঠকের পর আন্দোলন স্থগিতের খবর নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল হামিদ সরদার বলেন, পে-স্লিপ পাওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদি পে-স্লিপ না পাই, তাহলে ১৭ জানুয়ারি থেকে আবারও কর্মসূচি শুরু করব। তিনি বলেন, পাটমন্ত্রী তাদের জানিয়েছেন ১৬ জানুয়ারি থেকে জাতীয় মজুরি স্কেল ২০১৫ কার্যকর করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh