• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের লাখ টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩
টাকা ঘুষ আটক
ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার পার্থ প্রতীম চক্রবর্তী

সাতক্ষীরার শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রারকে (অতিরিক্ত দায়িত্ব) ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সরকারি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব রেজিস্ট্রারের নাম পার্থপ্রতিম চক্রবর্তী।

দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গফফার আরটিভি অনলাইনকে জানান, পার্থপ্রতিম চক্রবর্তী দীর্ঘদিন ধরে দলিল সম্পাদনের জন্য অনৈতিকভাবে ঘুষ আদায় করে আসছিলেন। শ্যামনগরের একটি জমির দলিল সম্পাদনের জন্য তিনি দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

তার মধ্যে কয়েকদিন আগে তাকে এক লাখ টাকা দেওয়া হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে সরকারি কলেজ এলাকার জনৈক ডা. সাজ্জাদ হোসেনের বাড়িতে তিনি দলিল সম্পাদনের জন্য আসেন। সেখানেই ঘুষের বাকি এক লাখ টাকা দেওয়ার সময় দুদকের একটি দল তাকে আটক করে।

উদ্ধারকৃত টাকাসহ তাকে প্রথমে সাতক্ষীরা সদর থানায় আনা হয়। পরে জব্দ তালিকা সম্পন্ন করে মামলার জন্য দুদকের খুলনা কার্যালয়ে নেয়া হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh