• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে কাপড় ব্যবসায়ীকে রগ কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৬
হত্যা ব্যবসায়ী কাপড়
ফাইল ছবি

গাজীপুরের মহানগরের পূর্ব চান্দনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন গাজীপুর মহানগরের সার্ডি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।

স্থানীয়রা ও বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ জানান, রাতে ওই কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ি থেকে দূরে একটি নির্জন এলাকায় আরিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আরিফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাসন থানার ওসি কাওসার আহমেদ জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
ব্যায়াম করতে দেয়ালে ভর দিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
টেকনাফে ১ লাখের বেশি ইয়াবাসহ মাদক কারবারি আটক 
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অভিবাসী আটক
X
Fresh