• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাগুরায় বেশির ভাগ ইট ভাটা কৃষি জমিতে (ভিডিও)

মাগুরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাগুরার তিনটি উপজেলার কৃষি জমিতে একের পর এক ইট ভাটা তৈরি করা হচ্ছে। ফলে কৃষি জমির কমার পাশাপাশি পরিবেশ দূষণও বাড়ছে।

জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা- এই চার উপজেলায় ইট ভাটার সংখ্যা ৭২টি। এগুলোর মধ্যে অন্তত ৫০টি ইট ভাটা কৃষি জমিতে গড়ে উঠেছে।

মাগুরা সদর উপজেলার জগদল, লস্করপুর মাঠে কৃষি জমিতে নতুন ইট ভাটা গড়ে তোলার অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান, কৃষি জমিতে কাজ করেই তাদের সংসার চলে। কিন্তু ইট ভাটার কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। পাশাপাশি এলাকার পরিবেশও দূষিত হচ্ছে।

এ বিষয়ে মাগুরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে কর্ম পরিকল্পনা করেছেন তারা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধ করলেন এসিল্যান্ড
কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা 
X
Fresh