• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এলেম ভূঁইয়া, মৃত আব্দুল হাসীসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকার সাভারের রফিকুল সরকারের ছেলে আসিফ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ক ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কর্তন করে কৃষি জমি বিনষ্ট করা হচ্ছিল। তাই আইনের ১৫ (১) ধারায় চার জনকে আটক করা হয় এবং তাদেরকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভেকু মেশিন জব্দ করা হয় এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ইসতিসকার নামাজ আদায়
X
Fresh