• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ফ্যান কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১০ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫
ফ্যান কারখানা,  আগুন,  নিয়ন্ত্রণে

গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার ঘটনায় ১০ জন মারা গেছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৬ টায় সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত হন অপর দুইজন। নিহত ও আহতরা ওই কারখানার শ্রমিক বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

এজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই: পরিবেশমন্ত্রী
২২ বছরে ২৫ বার পুড়েছে সুন্দরবন
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে
X
Fresh