logo
  • ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৭

ধসে পড়েছে নির্মাণাধীন ভবনের ছাদ, ধ্বংসস্তূপের নিচে একজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩১
ভবন ধস নির্মাণ
ধসে পড়া নির্মাণাধীন ভবনের ধ্বংসস্ত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নির্মাণাধীন থানা ভবনের প্যাসেসের পিলার ও ছাদ ধসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন। একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের  নাম জানা যায়নি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ লৌহজং নির্মাণাধীন থানা ভবনের কাজ চলাকালীন সময়ে প্যাসেসের পিলার ও ছাদ ধসে পড়ে। এ সময় তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। একজন ধ্বংসস্তুপে চাপা রয়েছে বলে জানতে পেরেছি।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়