• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির ছাদে গাঁজার বাগান, আটক ১ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিলেট, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৬

সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় এক বাড়ির ছাদে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‌্যাব-৯। খবর পেয়ে গতকাল সোমবার রাতেই সেই বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল।

রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জানা গেছে, খাদিমপাড়া ৭ নম্বর রোডের একটি বাসার ছাদে গাঁজার গাছ লাগিয়ে বিক্রি করা হত। খবর পেয়ে সোমবার রাতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় তিনটি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। একইসঙ্গে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

র‌্যাব সূত্র জানায়, আটক আবুল কালাম গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করেছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি
সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দ্বিতীয় দিনের মত স্বস্তির বৃষ্টি সিলেটে 
X
Fresh