logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:২২ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২৩
নিহত মাইক্রোবা সংঘর্ষ
ফাইল ছবি
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকাল পৌনে আটটার  দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, হাজী আব্দুল করিম সরকার (৬০), তার স্ত্রী (৫২) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বাঘির গোলা এলাকায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ৫ জন আহত হয়। আহতদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

আরো পড়ুন

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়