logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

বাসচাপায় পথচারী চাচা নিহত, ভাতিজা আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৯
সড়ক দুর্ঘটনা মৃত্যু
ফাইল ছবি
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জ শ্রীনগরের কেওয়াটকালী নামক স্থানে বাসচাপায় নিতাই কর (৬৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছেন সাগর কর (২২) নামের একজন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিতাই কর উপজেলার ছয়গাও গ্রামের হরে খাকাসি করের ছেলে। আহত একই এলাকার পাশের বাড়ির সুধী করের ছেলে সাগর কর। 

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেদায়াতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাস কেয়টখীরা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো দুই পথচারী নিতাই কর ও সাগর করকে চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নিতাই করকে মৃত ঘোষণা করেন। অপর আহত সাগরের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ওসমান গণিকে (২৮) জনতা আটক কর পুলিশে সোপর্দ করেছে। আটক চালক ওসমান গণি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলকাতাভোগদিয়া গ্রামের  মৃত ফুলু শেখের ছেলে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়