• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আটকের আট ঘণ্টা পর তিন জেলেকে ফেরত দিলো ভারত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৯, ০৯:১১
আটক জেলে পদ্মা
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকের আট ঘণ্টার মধ্যে ছাড়া পেয়েছেন তিন বাংলাদেশি জেলে।

গতকাল মঙ্গলবার সকাল আটটায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল চারটায় তাদের ফেরত দিয়েছে ভারত।

ফেরত আসা জেলেরা হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জের ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত ঘেঁষা রাওথা এলাকার পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে ভারতীয় এলাকায় ঢুকে পড়ায় এই তিন জেলেকে আটক করে ভারতের খাসমহল ক্যাম্পের বিএসএফ।

রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) জানায়, তাদের ফিরিয়ে আনার জন্য আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার বিকেল চারটায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়ায় বিজিবি সম্মত হয়। বৈঠকের মাধ্যমে তিন জেলেকে ফেরত নিয়ে আনা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বাঘার দুই কৃষককে আটকের পর তাদের বিরুদ্ধে ভারতের জলঙ্গি থানায় মামলা করা হয়েছে।

পরে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেও তাদের ফেরত দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকে ওই দুই কৃষকের নামে মামলা দেওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
X
Fresh