• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চালকের সিটে হেলপার, ট্রাকের ধাক্কায় বাস খালে

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৬:১০
বাস খালে ট্রাক
ইন্দুরকান্দিতে ট্রাকের ধাক্কায় খালে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খালে পড়ে ৩০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার চরবলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সন্ন্যাসী বাসস্ট্যান্ড থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা মির্জাগঞ্জ ট্রাভেলস (যশোর ব-১০৬৫) নামে একটি যাত্রীবাহী বাস কলারণ চণ্ডিপুর চরবলেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে খালে পড়ে যায়। বাসটিতে থাকা প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর থেকে আসা ট্রাকটি যাত্রীবাহী বাসটি অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা কাঁচা মাটিতে চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, হেলপার বাস চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি আটক করা হয়েছে। বাসটিও উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।