• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ১৮:৪০
পেঁয়াজ জরিমানা দাম
ছবি: সংগৃহীত

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনার বড় বাজারে মো. হযরত আলী নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে বড় বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিজানুর রহমান।

তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের পেঁয়াজের ব্যাপারী হযরত আলী খুলনার বড় বাজারের সোহেল ট্রেডার্স নামের একটি দোকানে ১৯৭ বস্তা পেঁয়াজ নিয়ে আসেন।

পেঁয়াজের ক্রয়মূল্য ছিল ১৫৬ টাকা। ট্রাক ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রতি কেজির মূল্য দাঁড়ায় ১৭৬ টাকা। কিন্তু পেঁয়াজের বিক্রেতা প্রতি কেজি পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকা দরে পাইকারি বিক্রি করছিলেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে তারা পরিশোধ করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh