logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

নড়াইলে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাত

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৯ নভেম্বর ২০১৯, ১২:০৯
নড়াইল বৃষ্টিপাত ঝড়
ফাইল ছবি
নড়াইলে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।গতকাল শুক্রবার দুপুর থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হলেও রাত থেকে বৃষ্টিপাত বেড়েছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবেলায়  জেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট সোসাইটি প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, জেলার প্রতিটি উপজেলা প্রশাসনকে দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলার সকল আশ্রয়কেন্দ্রগুলি খোলা রাখা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া জেলা রেডক্রিসেন্ট ইউনিট ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায়  স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রেখেছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়