• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হাত ও মুখ বাঁধা অবস্থায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১৪:৫৫
মরদেহ শ্রমিক পোশাক
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বেঙ্গল মিলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পোশাক শ্রমিকের নাম কামাল হোসেন (৪০)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কামাল হোসেন ঢাকার একটি বাইং হাউজে চাকরি করতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পরিবারের সঙ্গে সবশেষ কথা বলেছেন। তার মরদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কামালকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে। নিহতের হাত ও মুখ বাঁধা দেখে মনে হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh