logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

সেফটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৮ নভেম্বর ২০১৯, ১৪:৩৮
শ্রমিক মত্যু সেফটিক ট্যাংক
ফাইল ছবি
সিরাজগঞ্জ পৌর এলাকার এক বাড়ির সেফটিক ট্যাংকে পড়ে শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক শ্রমিক।

শুক্রবার সকাল ১১টার দিকে পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার শাহাদত হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মন্টু শেখের ছেলে শফিকুল ইসলাম (২২) ও আমিনুল ইসলামের ছেলে আকাশ।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  সকাল ১১টার দিকে উত্তরপাড়ার শাহাদত হোসেন মাস্টারের বাড়ির নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে যায় দুই শ্রমিক। এলাকাবাসী দু’জনকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়