• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

গুপ্তধন হয়ে কোটি টাকার ইয়াবা ছিল মাটির নিচে

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১৬:৪৯
ইয়াবা বাবা ছেলে আটক
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আসলাম তালুকদার (৪৩)।

শনিবার দুপুর একটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ আজ ভোর চারটার দিকে নেওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাবা ইউসুফ তালুকদারের কাছ থেকে চার হাজার পিস এবং ছেলে আসলাম তালুকদারের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

পরে জিজ্ঞাসাবাদে তাদের ঘরের পেছনের বারান্দার মাটির ভেতর থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বিক্রয়মূল্য ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। কক্সবাজার থেকে ইয়াবা এনে মাদক ব্যবসা করতেন এই বাবা-ছেলে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক
আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
X
Fresh