• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

গাজীপু‌রে চার কারখানা‌কে ৬৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:১১
জরিমানা কারখানা অভিযান
ফাইল ছবি

পরি‌বেশ দূষ‌ণ ও ক্ষ‌তির দা‌য়ে গাজীপু‌রের টঙ্গীর বি‌সিক এলাকায় অভিযান চা‌লি‌য়ে চারটি কারখানা‌কে ৬৪ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা জরিমানা ক‌রে‌ছে প‌রি‌বেশ অধিদপ্তর। এছাড়া আরও চারটি কারখানার বিদ্যুৎসং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে উৎপাদন বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত প‌রি‌বেশ অধিদপ্তরের ম‌নিট‌রিং অ্যান্ড এন‌ফোর্স‌মেন্ট শাখার প‌রিচালক রু‌বিনা ফের‌দৌসী এ অভিযান প‌রিচালনা ক‌রেন।

প‌রি‌বেশ অধিদপ্তর সূ‌ত্রে জানা গে‌ছে, গাজীপু‌রের টঙ্গীর বি‌সিক এলাকায় প‌রি‌বেশ দূষণবি‌রোধী অভিযান প‌রিচালনা ক‌রে প‌রি‌বেশ অধিদপ্তর।

এ সময় কারখানার তরল বর্জ্য নির্গত ক‌রে প‌রি‌বেশ দূষ‌ণ ও ক্ষ‌তি করার দা‌য়ে রা‌শিক টেক্সটাইল মিলস‌কে ৫৮ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা, আশা নি‌টিং ইন্ডা‌স্ট্রিজ‌কে এক লাখ টাকা, কাশ‌ফি প্রি‌ন্টিং লি‌মি‌টেড‌কে দুই লাখ ৬২ হাজার ৪০০ টাকা ও ফাইজা বাটন এন্ড জিপার লি‌মি‌টেড‌কে দুই লাখ ৫৭ হাজার ২৬৫ টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

একই সময় মানব স্বাস্থ্যের জন্য ক্ষ‌তিকর দূষক পদার্থ বায়ুতে ছ‌ড়ি‌য়ে দেওয়ার দা‌য়ে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালানা ক‌রে ফাইজা বাটন এন্ড জিপার লি‌মি‌টেড‌কে আরও দুই লাখ টাকা অর্থদণ্ড করা হ‌য়ে‌ছে।

এছাড়া ম‌দিনা ওয়া‌শিং এন্ড ডাইং, পার‌মিতা ফ্যাশন লি‌মি‌টেড, সিম‌টেক্স ফি‌নি‌সিং মিলস লি‌মি‌টেড ও রেড ব্লু ফ্যাশন কারখানার বিদ্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে উৎপাদন বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: স্বাস্থ্য কর্মকর্তার ফ্রিজের ইলিশ গেল জেলখানায়, গুনলেন জরিমানা
---------------------------------------------------------------

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, প‌রি‌বেশ অধিদপ্ত‌রের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. মাকছুদুল ইসলাম, উপ-প‌রিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী প‌রিচালক সালমান চৌধুরী, প‌রিদর্শক মির্জা আসাদুল কিব‌রিয়া।

এছাড়া প‌রি‌বেশ অধিদপ্ত‌র গাজীপুর জেলা কার্যাল‌য়ের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।

প‌রি‌বেশ অধিদপ্ত‌রের ম‌নিট‌রিং অ্যান্ড এন‌ফোর্স‌মেন্ট শাখার প‌রিচালক রু‌বিনা ফের‌দৌসী আরটিভি অনলাইনকে জানান, গাজীপুর জেলায় দূষণবি‌রোধী এ ধরনের অভিযান অব্যাহত থাক‌বে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তাপমাত্রা কমাতে ঢাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজতে হবে’
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
বিশ্ব ধরিত্রী দিবস আজ
X
Fresh