স্বাস্থ্য কর্মকর্তার ফ্রিজের ইলিশ গেল জেলখানায়, গুনলেন জরিমানা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন
| ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৩১ | আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৫২

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রাহমানের সরকারি বাসার ফ্রিজ থেকে উদ্ধারকৃত মা ইলিশ
আরো পড়ুন: কবুতর খেয়ে ফেলায় বিড়ালের ফাঁসি, মামলা
--------------------------------------------------------------- স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমান ভ্রাম্যমাণ আদালতের কাছে মা ইলিশ কিনে নিজের সরকারি বাসার ফ্রিজে মজুদ করার দায় স্বীকার করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল হক মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল হক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেছেন। জব্দ করা এক মণ ইলিশ জেলা কারাগারে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ আরটিভি অনলাইনকে বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জেবি