• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৩
পেঁয়াজ জরিমানা ব্যবসায়ী
পেঁয়াজের বাজারে অভিযান

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং পেঁয়াজ ব্যবসায়ীদের কারসাজি রুখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ওই বাজারে অভিযান চলাকালে তারা কয়েকটি পেঁয়াজের আড়ত পরিদর্শন করেন। সেইসঙ্গে বাজারের ‘কৃষি বীজ ঘর’ মালিককে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দুই হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ‘সততা ট্রেডার্স’ মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে পরামর্শ দেওয়া হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

আরো পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh