logo
  • ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৬ ফাল্গুন ১৪২৬

বন্যার কারণে পাবনায় আগাম পেঁয়াজের আবাদ ব্যাহত (ভিডিও)

পাবনা প্রতিনিধি
|  ২৮ অক্টোবর ২০১৯, ১৩:৫১ | আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৪:৫৮
বন্যার কারণে পাবনায় ব্যাহত হচ্ছে আগাম পেঁয়াজের আবাদ। সঠিক সময়ে পেঁয়াজ রোপণ করতে না পারায় এর প্রভাব অন্য ফসলের ওপরও পড়বে বলে মনে করছেন চাষিরা। একারণে পেঁয়াজের সংকট অব্যাহত থাকার আশঙ্কায় রয়েছেন তারা।

দেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে পাবনার সুজানগর উপজেলা অন্যতম। সেখানে প্রতিবছর আগাম পেঁয়াজের আবাদ হয়।

চাষিরা জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম পেঁয়াজ জমিতে রোপণ করা হয়। কিন্ত এবার হঠাৎ বন্যার কারণে জমিতে পানি জমে থাকায় সময়মতো পেঁয়াজের চাষ করতে পারছেন না তারা। 

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর এ সময় উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে আগাম মূলকাটা পেঁয়াজ আবাদ করা হয়। এবছর আবাদে দেরি হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতেও সময় লাগবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার।

এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চাষিরা।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজশাহী এর সর্বশেষ
  • রাজশাহী এর পাঠক প্রিয়