• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডিসির চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সেই মুক্তিযোদ্ধার ছেলে

দিনাজপুর প্রতিনিধি

  ২৭ অক্টোবর ২০১৯, ১০:৩০
ডিসির চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সেই মুক্তিযোদ্ধার ছেলে
ডিসির চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সেই মুক্তিযোদ্ধার ছেলে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না হওয়া বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলের হারানো চাকরি ফিরিয়ে দেয়ার জেলা প্রশাসকের প্রতিশ্রুতি তার পরিবার প্রত্যাখ্যান করেছেন।

তার পরিবার সূত্রে জানা যায়, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নুর ইসলাম। কারণ এর আগে হুইপ ইকবালুর রহিমের সুপারিশে চাকরি হয়েছিল তার।

একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের স্ত্রী নুর নাহার বেগম ও ছেলে নুরুজ্জামান।

এদিকে, মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের মৃত্যু ও রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনারকে প্রধান করে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তাদের।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভোলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
---------------------------------------------------------------

চাকরি বা বাড়ি কোনটাই এখন আর নিতে চান না এ প্রতিবাদী মুক্তিযোদ্ধার পরিবার। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করছেন প্রয়াত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন স্ত্রী নুরন্নাহার ছেলে নুরুজ্জামান ও নুর ইসলাম।

মুক্তিযোদ্ধার স্ত্রী নুর নাহার বেগম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। যার কারণে স্বামীকে হারিয়েছি আমি। এ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
X
Fresh