• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্কুলের মাঠ দখল করে প্রভাবশালীর খামার (ভিডিও)

জহিরুল ইসলাম জলিল, ঝালকাঠি

  ২৬ অক্টোবর ২০১৯, ০৮:৪০

ঝালকাঠির কাঁঠালিয়াতে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গবাদিপশুর খামার করা হয়েছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ছয় মাস আগে এই খামার গড়ে তুলেন বলে অভিযোগ করেছেন, এলাকাবাসী। এতে দুর্গন্ধে পড়ালেখা বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা।

৩শ’ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক নিয়ে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত ঝালকাঠির চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তবে সম্প্রতি বিদ্যালয়টির মাঠ দখল করে গবাদিপশুর খামার করা হয়েছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ছয় মাস আগে এই খামার গড়ে তুলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে দুর্গন্ধে পড়ালেখা বিঘ্নিত হওয়ার পাশাপাশি, স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা আবদুল জলিল মিয়াজী ছয় মাস আগে স্কুলের মাঠ অবৈধভাবে দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেন। এর আশপাশেই রয়েছে মাদরাসা ও এতিমখানা। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত। কিছু শিক্ষার্থী দুর্গন্ধে স্কুলে আসাও বন্ধ করে দিয়েছেন।

পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অবহিত করেও কোনও প্রতিকার মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : শরীয়তপুরে মা ইলিশ ধরার অপরাধে ৯৫ জেলে আটক
---------------------------------------------------------------------

খামার মালিক ঢাকায় থাকায় তাকে পাওয়া যায়নি। তবে খামার পরিচালনাকারীদের দাবি, এতে বিদ্যালয়ের কোন সমস্যা হচ্ছে না।
তবে জেলার শিক্ষা কর্মকর্তা তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা জানান।

বিদ্যালয়ের মাঠ থেকে খামারটি অন্যত্র সরিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাধার দুধ বিক্রি করে কোটিপতি, গড়ে তুলেছেন খামার (ভিডিও)
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
বড় খামারিদের কারসাজিতে ৫০০-তে নামছে না গরুর মাংস 
খামারে আগুন, ২ গবাদিপশুর মৃত্যু
X
Fresh